এস এম আকাশ-চলনবিল থেকেঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী
চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর আসন্ন এস এস সি ( ভোক) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সোমবার (১২ই ফেব্রুয়ারী ২০২৪)সকাল১০:০০ ঘটিকার সময় ইন্সটিটিউটের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের অধ্যক্ষ আবদুর রহিম কালু। অনুষ্ঠানে ইন্সটিটিউটের প্রভাষক ও শিক্ষকমন্ডলী পরীক্ষাথীদের উদ্দেশ্যে শিক্ষনীয় ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। পরীক্ষার্থীরা শিক্ষকদের কাছে দোয়া নেন এবং বিদায়ী বক্তব্য দেন। তারা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায়ী শিক্ষার্থীরা বিদায় নিতে গিয়ে নানা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে চাটমোহর বার্তা সম্পাদক এস,এম,হাবিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ইন্সটিটিউটের শিক্ষক,স্টাফ,পরীক্ষার্থী এবং ছাত্র/ ছাত্রী উপস্থিত ছিলেন। এবারে এ প্রতিষ্ঠান থেকে ৮৪ জন শিক্ষার্থী এস এস সি ( ভোক) পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
Leave a Reply