উপকূলীয় অঞ্চল(শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরা, এই ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের সংখা ১২ টি থাকলে ও শিক্ষকের সংখ্যা খুবই কম, শিক্ষার্থী কাগজ কলমে ঠিক থাকলে ও নাই ক্লাসে, বৃহস্পতিবার সকাল ১১টায় সরজমিনে যেয়ে দেখাযায় গাবুরা ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত। আরো জানাযায় প্রধান শিক্ষক বুধবার ও আসেনি। ৩১শে জানুয়ারি বুধবার ও ১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সহকারী শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা বলেন হেট স্যার অফিসিয়াল কাজে শ্যামনগর আছেন। সাথে সাথে শ্যামনগর প্রাথমিক শিক্ষা অফিসে খোঁজ নেওয়া হলে জানাজায় ঐ প্রধান শিক্ষক অফিসের কাজে আসে নাই। তাছাড়া ঐ শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীদের এই শীতের দিনে জুতা পায়ে স্কুলে প্রবেশ করতে দেন না ঐ স্কুলের কেয়ারটেকার রবিউল, তবে বৃহস্পতিবার সকালে সরজমিনে দেখাযায় শিক্ষকদের পায়ে কেস (বুট) দিয়ে ক্লাস নিতে। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন প্রধান শিক্ষক মাঝে মধ্যে স্কুলে আসে, আবার ইচ্ছাদি মতো চলে যায়, নিয়ম নিতির তোয়াক্কা করে না। কেয়ারটেকার দিয়েই চলে স্কুলের ক্লাস। প্রধান শিক্ষক গোলাম মোস্তফার কাছে বুধবার ও বৃহস্পতিবার স্কুলে না আসার বিষয়ে ও শীতের সময় জুতা খুলে স্কুলের ক্লাসে প্রবেশের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে কয়েক বার কল করলেও তিনি কলটি রিসিভ করেন নাই। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউ,পি সদস্য গোলাম মোস্তফা এর কাছে প্রধান শিক্ষক ও স্কুল বিষয়ে জানতে চাইলে সভাপতি সাংবাদিকদের বলেন প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি আমি দেখবো আপনারা প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি বাদদেন। উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক বলেন, প্রধান শিক্ষক দের মাসে হয়তো ১/২ দিন অফিয়াল কাজ থাকতে পারে তাই বলে সপ্তাহে ২/৩ দিন কাজ থাকতে পারেনা, আপনি বলেছেন আমি তদন্ত করে দেখবো এবং ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply