মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসান (২২) নামের যুবক আত্মহত্যা করেছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের বিশেলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ঐ গ্রামের জেলে আনাসারের ছোট ছেলে।
প্রতিবেশি আরিজুল ইসলাম বলেন, হাসান দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বিবাহিত এবং ২ বছর বয়সী একটি মেয়েও রয়েছে তার। গতকালও সে বাবার সাথে মাছ ধরতে গিয়েছিলো।
হাসানের মেজ ভাই সাজু বলেন, হাসান মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ভোরে উঠে আমরা একসাথে জাল টানতে যায়। আজ ভোরে তাকে পাচ্ছিলাম না, ডাকাডাকি করে যখন বাগানের দিকে আসি, দেখতে পাই আমার ছোট ভাই হাসান দাদির ওড়না দিয়ে বাঁশ গাছে গলায় ফাঁস দিয়েছে।
কালিগঞ্জ থানার কর্তব্যরত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, আইনি কার্যক্রম চলমান রয়েছে। লাশ অবশ্যই মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত পরবর্তীতে সকল তথ্য জানানো হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.