উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধিঃ
সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষসহ কর্তব্যরত সেবিকার অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন বরাবর অভিযোগ করেছেন মৃত ব্যক্তির মেয়ে। অভিযোগের বিবরণে জানাযায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটী গ্রামের বাসিন্দা ডাঃ সুধান্য মন্ডল এর কন্যা মাধুরী মন্ডল তার মা রেনুকা বালা মন্ডল (৬০) এর মৃত্যুতে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষসহ কর্তব্যরত সেবিকার অবহেলায় মৃত্যুর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে আরও বলেন, রেনুকা বালা মন্ডল হৃদরোগে আক্রান্ত হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালের এমডি নেফ্রোলজি বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার শেখ ফয়সাল আহমেদ-এর অধীনে গত ইং- ০২/০১/২০২৪ তারিখে দেখানো হয়। ডাক্তার রোগের বিস্তারিত বিবরণ শুনে পরীক্ষা নিরীক্ষা প্রদান করে। পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ঔষধপাতি লিখে দেয় এবং সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে রোগীকে ভর্তি করা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দেওয়া হলে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। একটি এন্টিবায়োটিক ইনজেকশন কমপক্ষে ২০/৩০ মিনিট ধরে দেওয়ার কথা ছিল। এন্টিবায়োটিক কোর্স সম্পন্ন করার পূর্বে রোগী স্বাভাবিক হওয়ায় বাড়ীতে যাওয়ার কথা বলেছিল বিধায় রোগীকে হাসপাতাল থেকে ০৫/০১/২০২৪ তারিখে বাড়ীতে নিয়ে যাওয়ার কথা বললে হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত ডাক্তার তাদের বেড ভাড়া সহ অন্যান্য সুবিধা গ্রহনের লক্ষ্যে আরো কিছুদিন থাকতে বলে। এমতাবস্থায় গত ইং- ০৬/০১/২০২৪ তারিখ সকাল ৭.২৫ মিনিট সময়ে কর্তব্যরত সেবিকা আইভি রহমান রোগীর রুমে প্রবেশ করে এবং প্রথমে একটি গ্যাসের ইনজেকশন দিলে রোগীর শরীরে জ্বালা পড়া শুরু হয়। এবং এর পর যে এন্টিবায়েটিক ইনজেকশনটি ২০/৩০ মিনিট ধরে দেওয়ার কথা ছিল সেখানে সেবিকা আইডি রহমান মোবাইল ফোনে অন্যের সাথে কথা বলতে বলতে ১/২ মিনিটের মধ্যে রোগীর শরীরে প্রয়োগ করে। উক্ত ইনজেকশন দ্রুত দেওয়ার ফলে রোগী মৃত্যু যন্ত্রনায় কাতরাতে থাকে এবং মুখে ফেনা উঠে সাথে সাথে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সেবিকার মনগড়া মনোভাব ও অবহেলার কারণে রোগীর মৃত্যু ঘটে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি কোন গুরুত্ব না দিয়ে মৃত্যু সার্টিফিকেট দিয়ে দ্রুত চলে যেতে বলে। মাধুরী আরও বলেন, হার্ট ফাউন্ডেশন কিন্তু হার্ট বিশেষজ্ঞ কোন ডাক্তার নেই।
আবেদনপত্রে তিনি তার মায়ের অকালে মৃত্যুর ঘটনায় জড়িত হার্ট ফাউণ্ডেশনের নার্স আইভি রহমান ও সংশ্লিষ্ট হার্ট ফাউণ্ডেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ ব্যাপারে ডাঃ ফয়সাল আহমেস্মদ জানান, এ ব্যাপারে কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ সৈয়দ রুস্তুম সুফিয়ানের সঙ্গে রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.