মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া আল আমিন সরদার (২০) নামের যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মার্কা গ্রামে এ ঘটনা ঘটে।
আল আমিন সরদার ঐ গ্রামের আরিজুল সরদারের বড় ছেলে। খবর পেয়ে রাত ২ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
প্রতিবেশি আক্তার বলেন, আল আমিনের সাথে যেটা ঘটেছে সেটি শিক্ষিত ছেলে হিসাবে কাম্য নয়। প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো, তবে তাদের মধ্যে কি ঘটেছিলো জানি না।
আল আমিনের পিতা আরিজুল সরদার জানান, রাত ১২টার দিকে হঠাৎ ঘর থেকে শব্দ শুনতে পায় কিছু পড়ে যাওয়ার। আমরা আল আমিন কে অনেক বার ডাক দিলেও কোন সাড়া পাচ্ছিলাম না। পরে দরজা ভেঙ্গে দেখি আল আমিন দঁড়ি দিয়ে আড়ায় ফাঁস দিয়েছে, পাশে আলনা পড়ে আছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদিপ কুমার সানা বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক কারন জানাযাবে।
Leave a Reply