কলমে: দীপজ্যোতি
শ্রেণি: পঞ্চম
এতো শীত যে করা যায় না স্নান
এতো ঠান্ডায় দেহ থেকে বের হয়ে যায় প্রাণ।
শীতের সময় ভালো লাগে পিঠা
ঠান্ডায় মুখ থেকে বের হয় না কথা।
শীতে প্রাণ ভরে পান করা যায় না পানি
শীতকাল অনেক মজার আমরা সবাই মানি।
সবচেয়ে বেশি ঠাণ্ডা থাকে ভোরে
ঘুম থেকে তুলে দেয় মা জোর করে।
শীতকালে সবচেয়ে ভালো লাগে খেতে ভাপা পিঠা
এই কয়দিন শীত পড়ছে হাড়কাঁপা।
শীতের মাঝে পরে থাকতে হবে কাপড় মোটা
এ সময় আরো ভালো লাগে রস পুলি পিঠা।
এতো শীতের মাঝে আমরা করছি বাস
শীতের সময় ভালো লাগে খেজুরের রস।
শীতের সকালে ঠাণ্ডা হাওয়া বয়ে যায়
শীতের সকালে সবাই রৌদ্রে বসে গরম ভাত খায়।
Leave a Reply