এম এম আব্দুল্লাহ আল মামুন: ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া ক্রিকেট (বালিকা) প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বৃহস্পতিবার জেলা পর্যায়ে আন্তঃউপজেলা প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে ক্রিকেটে ৯ উইকেটে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা পর্যায়ে শ্যামনগর সদরের নকিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ৯ উইকেটে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছিল বিদ্যালয়টি।
ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্রিকেটে জেলা চ্যাম্পিন হওয়ায় সকল খেলোয়াড়, প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মিস্ত্রী, ক্রীড়া শিক্ষক জিলহাজ্ব রহমান, নাসির উদ্দীন, মিজানুর রহমানসহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এসএমসি সদস্যদের বেসরকারি উন্নয়ন সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. এম এম জাহিদ হাসান ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.