প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৪, ৪:২৮ পি.এম
শ্যামনগর কাচা বাজার ব্যবসায়ীদের কমিটি গঠন সভাপতি সোহরাব হোসেন সম্পাদক জে,এম নুরইসলাম
শ্যামনগর উপজেলার বৃহত্তম বাজারের মধ্যে কাচামাল বাজারটি সু-সংগঠিত একটি বাজার।
উক্ত কাচা বাজার ব্যবসায়ীদের পরিচালনা কমিটি তৈরির লক্ষে গত বুধবার ( ১৭ জানুয়ারি ২৪) তারিখে বাজার ব্যবসায়ীদের সমর্থনে মোঃ সোহরাব হোসেন কে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে জে,এম নুরইসলাম কে নির্বাচিত করেন।
কার্যকারি কমিটির ১১ জন বিশিষ্ট সদস্য নিয়ে কাচামাল ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক নুর ইসলাম।
সভাপতি মোঃ সোহরাব হোসেন বলেন শ্যামনগর কাচামাল ব্যবসায়ীদের নিয়ে আমরা গত বুধবার এই কার্যকারি কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করি।
আমারা নিয়ম অনুযায়ী এই বাজারকে সঠিক পথে পরিচালনা করব এ প্রত্যাশা নিয়ে আমরা এই কমিটি গঠন করেছি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫