প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৪, ১:৫২ পি.এম
উপকূল অঞ্চলের বিভিন্ন এলাকায় যেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গনসংযোগ করেন আল মামুন লিটন
নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গনসংযোগ করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক , উপজেলা আওয়ামীঃ যুবলীগের যুগ্ম আহবায়ক পরিচ্ছন্ন ব্যক্তি আল- মামুন লিটন।
এসময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের নেত্রী বৃন্দ ও স্থানীয়রা মতবিনিময় করাকালে লিটনের সফর সঙ্গী হিসেবে গনসংযোগে যোগদেন।
গনসংযোগের সময় বাজার ব্যাবসায়ী, ট্রলার শ্রমিক ও জেলে বাওয়ালী সহ স্থানীয় সকল শ্রেণি পেসার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এবং আল মামুন লিটন এলাকার সর্বস্তরের মানুষের দোয়া সমর্থন কামনা করে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫