কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের নবাগত সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান ।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১ টায় কয়রা উপজপলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মধ্যমণি ছিলেন খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
মতবিনিময়কালে রশীদুজ্জামান বলেন,জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা মিলে আয়লা,আম্পান ও সিডরে ক্ষতিগ্রস্ত কয়রাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে হবে। সকল ক্ষেত্রে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা পেলে আমার কাজকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাল,ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা সহকারী কমিশনার (ভামি) এ বি এম তরিক-উজ- জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
এর আগে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫২ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন।
Leave a Reply