কয়রা,খুলনা প্রতিনিধি
কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের মৃত আঃ কাদের বক্স সানার পুএ হাকিম জালাল উদ্দীন সানার বসত বাড়ির মধ্যে ঢুকে দেয়াল থেকে হাস মুরগী চুরী হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসমুরগী চুরী হওয়ার ঘটেছে।
ভুক্তভোগী হাকিম মোঃ জালাল উদ্দীন জানান, আমরা প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়েছিলাম হঠাৎ করে রাত দেড়টার দিকে কুকুরের ডাকশুনে ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখি হাস মুরগীর খোপের দরজা খোলা অবস্থায় আছে। ৩ টা চিনা হাস,১ টি পাতিহাস ও ২ টা মুরগী নিয়ে যায়। তিনি আরও অভিযোগ করে বলেন, ভান্ডারপোল বিলে আমি বোর চাষের করিতেছি। ৮ ই জানুয়ারী আমার বোর ব্রোক থেকে সেচ মেশিনের তেলের ট্যাংকির সেচ মেশিনের ঢাকনা ও তেলের চাবি দিনের বেলার চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনা নিয়ে আশপাশের মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.