বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধরা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও একটি মাদ্রাসা আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১জানুয়ারী)ভোর ৬ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারের মাঝের গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মোরেলগঞ্জ ও মোংলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানিয়েছেন। কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নিরুপন করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শহিদুল ইসলামের কাপড় ও লেপতোষকের দোকান, স্বপন হাওলাদারের কাপড়ের দোকান, মোতালেব সেখের কসমেটিক্সের দোকান, আয়নালের মিষ্টির দোকান, সিদ্দিক শেখের মুদি দোকান, আলামিন দর্জির কাপড়ের দোকান,কবিরের প্লাস্টিক সামগ্রীর দোকান, ইব্রাহিম দর্জির কাপড়ের দোকান, জিয়াদের সুতা জালের দোকান, বেল্লালের চা বিস্কুটের দোকান, আবুবক্করের কাপড়ের দোকান, লিটনের মাছের খাবার দোকান, ফরহাদের কসমেটিক্সের দোকান ও এসকল দোকান সংলগ্ন হাসানিয়া মাদ্রাসা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.