কয়রা প্রতিনিধিঃ আল আমিন ( রানা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল নৌকা প্রতীকে এক লক্ষ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম ঈগল প্রতীকে ৫০ হাজার দুইশত ৬১ ভোট পেয়েছেন। রশিদুজ্জামান ৫২ হাজার সাত শত ৭০ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।
খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩১৬ জন। দুই উপজেলার মধ্যে পাইকগাছায় রয়েছে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, এখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩১১ জন। কয়রায় ৭টি ইউনিয়নে ১ লাখ ৭৩ হাজার ৫জন ভোটার।এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মোঃ রশীদুজ্জামান, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি মনোনীত শফিকুল ইসলাম মধু, নোঙ্গর প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত ব্যারিস্টার এসএম নেওয়াজ মোরশেদ, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেস মনোনীত মির্জা গোলাম আজম, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপি মনোনীত নাদির উদ্দীন খান, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস (এনপিপি) মনোনীত আবু সুফিয়ান ও ঈগল প্রতীক নিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ইঞ্জিঃ জি এম মাহবুবুল আলম।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.