বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় অস্ত্র ও ককটেলউদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে বনগ্রাম ইউনিয়নের সেঞ্চুরি মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের অদূরে সাবেক ইউপি সদস্য শাহ আলম হাওলাদারের বসত বাড়ির বাগানের খড়কুটোর ভিতর থেকে এগুলো উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রিপন দাস।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, বাগানে খড়কুটার মধ্যে থেকে পরিত্যাক্ত অবস্থায় লোকজন ৩টি ককটেল ও ৩ টি ধারালো অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে। তবে এ বিষয় তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.