মোঃ বনি আমিন জীবন,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজারে রাতের আঁধারে এক মুদি দোকানে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
৪ জানুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাতে চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আগুন দেয়ার চেষ্টায় অজ্ঞাতদের অভিযুক্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুদি ব্যবসায়ী মোঃ জাহিদুল হাওলাদার।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজার এলাকায় মুদি ও মনিহারী দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মোঃ জাহিদুল হাওলাদার। প্রতিদিনের ন্যায় গত বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরেন তিনি। এ সুযোগে গভীর রাতে দোকানঘরে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।
অভিযোগে আরও উল্লেখ্য করা হয়, এর আগেও বেশ কয়েকবার জাহিদুল এর দোকানঘরের দরজা ভেঙে মালামাল চুরি করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় (বৃহস্পতিবার) সকালে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের লিখিত অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ
মোঃ নাজমুল হাসান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্তে পুলিশ পাঠানো হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.