সুদয় কুমার মণ্ডল
একটা নিস্তব্ধতা সাগর
তলদেশ আকষ্মিক
আলোড়ন সৃষ্টি করতে পারে
ঘুমন্ত আগ্নেয়গিরির অগ্নিৎপাত!
বস্তু নিষ্ঠ সাংবাদিকতার নিষ্ঠাবান
অকুতোভয় যোদ্ধা সাহসী সাংবাদিক
অধ্যাপক আনিছুর রহিম ছিলেন
সাংবাদিক জগতের নির্ভরশীল প্রেরণা।
শিশু মনস্তাত্ত্বিক কারিগর, অসত্য অন্যায়ের
জীবন্ত প্রতিবেদক সাতক্ষীরার নাগরিক কমিটির বলিষ্ঠ ভাস্কর সত্য ন্যায়ের সাধক
জনদরদী মানবতাবাদী পরিচ্ছন্ন অন্তর।
তার অদম্য প্রতিভা সাতক্ষীরার সংবাদ
অঙ্গনে জ্বেলেছিল বৈষম্যহীন আলোকবর্তিকা
গুণমুগ্ধ ভক্তরা সত্যের সরনিতে আপাদমস্তক
অবগাহে পদাঙ্ক অনুসরণ করে।
পুষ্প চয়নে ফুলদানি ভরা সযত্নে
ফুলদলে গাঁথা মালা পরাবে গলে
করপুটে কৃতাঞ্জলি দিবে ঐ রাঙা চরণে
মৃতঞ্জয়ী বেশে তুমি চিরজাগ্রত ভক্তহৃদয়ে।
তোমার কুলখানি সপে দিলে নান্দনিক বনে
৩ জানুয়ারি ২০২৩ সুন্দরবন ভ্রমণে সহোদর
সনে বক্ষবেদনায় ভারাক্রান্ত হয়ে চলে গেলে
আরণ্যক পথে না ফেরার দেশে।
৩/১/২৪
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.