পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের
জনসভায় উপকূলীয় বাঁধ সুরক্ষা ও জেলে বাওয়ালিদের দাবি পূরণে অঙ্গীকার পূরনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এস, এম আতাউল হক দোলনের নির্বাচনী জনসভা প্রতিশ্রুতি দেন।
এছাড়াও উপকূল অঞ্চলের জনগনের সুরক্ষিত রাখতে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা জানান।
৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ শনিবার বিকাল ৪ টায় কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জনসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিলে মিছিলে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নৌকার প্রতিকের মনোনীত প্রার্থী সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন ৷ বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবু অসীম কুমার জোয়দ্দারের সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক ৷ সম্মানিত অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা-৪ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন,জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা উপকমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহার হোসেন কান্টু, সাবেক শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবুবক্কর সিদ্দিক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা জাতীয়পার্টির সভানেত্রী ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, ও শ্যামনগর সাতক্ষীরা-৪ আসনের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং নেতাকর্মীরা।
জনসভায় বক্তব্যে বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিভিন্ন প্রকৃতিক দূর্যোগে প্রায় সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়ে থাকে।টেকসই বেড়িবাঁধ নির্মানে আমার কঠোর ভূমিকা থাকবে।এই এলাকার জেলে বাওয়ালিদের জীবন ব্যবস্থা উন্নত করতে আগ্রহী ভূমিকা পালন করবো এবং বিভিন্ন প্রজেক্টে মাধ্যমে সরকারি সহায়তায় সহযোগিতা করতে চাই।
এ এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধির প্রধান ভূমিকা থাকবে আমার ৷তাই আসুন দেশে ব্যপক উন্নয়নকে সামনে রেখে আমরা পূনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করি।
সাথে সাথে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে আগামী ৭ তারিখে আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.