আল-হুদা মালী নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এস,এম আতাউল হক দোলনের নির্বাচনের উপলক্ষে ১২নং গাবুরা ইউনিয়নের ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার সময় ৯নং সোরা দৃষ্টিনন্দন শেখবাড়ি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নতুন অফিস হয়।গাবুরা ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি শেখ হযরত আলীর সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পরিচালনায় উদ্বোধনী করেন।
গাবুরা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন অফিসের উদ্বোধনে উপস্থিত ছিলেন, ১২নং গাবুরা ইউনিয়ন ৯নং ওয়র্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন ,সাবেক বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শেখ সুজন, কুরবান মালী, আবুল হোসেন,ছামাদ মালী, আলমগীর, আমিনুর, ফজলু গাজী, একুব খাঁ,মহারম, শাহিন, নাজমা ও কিশোর কিশোরী সহ গাবুরা ইউনিয়নের আওয়ামী লীগের সকল অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.