প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৩, ৬:৪৪ পি.এম
সিমেন্টের কাচা মাল বুঝায় এম ভি গারেহেরা জাহাজ শিবশা নদীতে ডুবে গিয়েছে।
নলিয়ান খুলনা প্রতিনিধিঃ
শিবসা নদীতে এম.ভি গারেহেরা-৪,মেসার্স সাজু শিপিং এন্ড লজিস্টিক কোং লি: এম-১৫২৭১ এর নৌ জাহাজ টি দুর্ঘটনার কারণে, নদীতে ডুবে যায়। শুক্রবার (২৯ ডিসেম্বর ২০২৩)।
নলিয়ান নৌ থানা,দাকোপ,খুলনা এর আওতাধীন পুলিশ অফিসার ইনচার্জ তারক বিশ্বাস এবং নৌ পুলিশ সদস্য সহ স্থানীয় জনগণের সহযোগিতায় জাহাজের নাবিক ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
তাছাড়া খুলনা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার,নৌ পুলিশ খুলনা অঞ্চল, খুলনা এর সার্বিক দিকনির্দেশনার মোতাবেক কার্যক্রম চলমান, এবং মাস্টার, ড্রাইভার,সুকানী ও নাবিকসহ মোট ১২ জন উদ্ধার করা হয়েছে বলে জানান এস, আই তারক বিশ্বাস।
তাদের শারীরিকভাবে ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে, এস,আই তারক বলেন নাবিকদের কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই তাদের কে উদ্ধার করতে সংক্ষম হয়েছে আমাদের নৌ পুলিশ টহল দল।
উক্ত লাইটার জাহাজে ১৪২২ টন সিমেন্ট তৈরী কাচামালের উপাদান ফ্লাইআশ যাহার আনুমানিক মুল্য-প্রায় ৪ কোটি টাকা।
(বাংলাদেশী মুল্য)নিচে শিবসা নদীর নলিয়ান এলাকায় পানির নিচে বুডো চরে ধাক্কা লেগে জাহাজের তলা ফেটে যাওয়ায়, জাহাজ টি তলিয়ে যায়। আপাতত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫