আল-হুদা মালী: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ী ২৮ ডিসেম্বর বিকালে ফাতেমা কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম ইমাম হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক জি এম কামরুল ইসলাম, মো: আবু ফরিদ মোড়ল সহ স্থানীয় শিক্ষানুরাগী সুধীমন্ডলী এবং অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি বলেন, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ফাতেমা কিন্ডারগার্টেন ভূমিকা পালন করবে বর্তমান আধুনিকতার যুগে শিক্ষার হার সমান তালে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি নির্বাহ প্রতিযোগিতার যুগে ছোট বয়স থেকে শিক্ষার মানোন্নয়ন জরুরি সেটা ফাতেমা কিন্ডারগার্টেন করছে বলে অভিভাবকদের উদ্দেশ্য বলেন। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ আপনাদের যথেষ্ট সজাগ থাকতে হবে আপনার শিশুর শিক্ষা এবং যত্নের ক্ষেত্রে।। ফলাফল অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আহসান হাবীব লালন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.