বাগেরহাট প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ জামিল হোসেন ।
সোমবার সকালে বারইখালী, জিউধরা ও নিশানবাড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় তার ঈগল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন।
প্রতিদিনই বিরামহীন ভাবে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লায় চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।
পথ সভায় স্বতন্ত্র প্রার্থী জামিল হোসেন বলেন, ‘আমি নৌকা চেয়েছিলাম, পাইনি। নেত্রী যাকে ভাল মনে করেছেন তাকে দিয়েছেন। নৌকার সাথে ঈগল প্রতীকের কোন বিরোধ নেই। নির্বাচনকে অংশ গ্রহণমূলক, স্বচ্ছ ও ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে আমি প্রার্থী হয়েছি। আপনারা সকলে কেন্দ্রে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী জামিল হোসেনের কর্মী সমার্থকেরা তার সাথে ছিলেন।
এর আগেও তিনি পোলেরহাট বাজার, কামলা বাজার, কচুবুনিয়া ও দৈবজ্ঞহাটি বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় তার ঈগল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও বেশ কয়েকটি পথসভা করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.