শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থী ও অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ বন্ধুদের পক্ষ থেকে দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২শে ডিসেম্বর শ্যামনগর উপজেলার ২৫ নং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতার্থ মানুষের মাঝে ১হাজার পিস কম্বল বিতরণ করা হয়৷
শিক্ষা মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম সভাপতিত্বে এসএসসি ২০০২ ব্যাচের ছাত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপটির মডারেটর এডভোকেট আতিক তৌহিদুল ইসলাম, তামান্না মিম, জিয়াউর রহমান টিটু, ফয়সাল, শান্ত, কাউসার আহমেদ, পাশা সহ স্থানীয় ২০০২/২০০৪ এর শিক্ষার্থী ও গ্রুপের বন্ধুগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply