প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৩, ৬:৩৩ পি.এম
দৈনন্দিন জীবনে একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে বুড়িগোয়ালিনী ও আটুলিয়া পরিবেশ উন্নয়ন ক্লাবের উদ্যোগে (২১ ডিসেম্বর ২০২৩) বৃহস্পতিবার সকাল দশটায় শ্যামনগর উপজেলা চত্বরে,দৈনন্দিন জীবনে একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপজেলা পরিষদের সকল অফিস এরিয়ায় পরিষ্কার অভিযান চালিয়ে প্লাস্টিক জাতীয় সকল দ্রব অপসরন করানো হয়েছে।
প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কুমার মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি,এম আকবর কবির, উপজেলা রিপোর্টস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি/ সম্পাদক, খুলনা বেলা এর বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল সহ গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) ও বেলা এর নেত্রী বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন উপজেলা চত্বরে প্রতিমাসে এ ভাবে পরিবেশ সংরক্ষণবাদী সংগঠনের সদস্যরা পরিষ্কার অভিযান চালিয়ে উপজেলা এলাকা সহ বিভিন্ন স্থানে পরিষ্কার করে আমাদের চোখ খুলে দিয়েছে, তিনি আরো বলেন আগামীতে পরিবেশ বাদী সংগঠনের সাথে পরিস্কার অভিযানে যোগ দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫