কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ
"সবুজ ব্যবসায় গড়বো দেশ, অর্জিত হবে সুস্থ পরিবেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় কোডেক এর আয়োজনে পরিবেশ বান্ধব উদ্যোক্তা তৈরি করতে অক্সফাম ইন বাংলাদেশ এর সহায়তায় কোডেক-বিডফরসিজে প্রকেল্পের আওতায় পরিবেশবান্ধব ব্যবসায়ী নির্বাচনের জন্য উদ্যোক্তাদের সাথে দুইটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ১১ সকাল টায় বাগালী ইউনিয়ন পরিষদ হলরুমে এবং গতকাল ২০ ডিসেম্বর সকাল ১১ টায় সুন্দরবন বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে কোডেক-বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ম্যানেজার মো: হাসিবুর রহমান এর সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প অফিসার মো: রাসেল আমিনের সঞ্চালনায়, কোডেক-বিডফরসিজে প্রকল্প ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন-এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশিকুজ্জামান, মুজাহিদুল ইসলাম,গোলাম সরদার,ইকবাল হোসেন, ইয়াসিন সানা, নজরুল ইসলাম প্রমূখ
অনুষ্ঠানে মরিংগা, বারি শৈবাল, ট্রাইকো- কম্পোষ্ট, হস্ত শিল্প, কেওড়া আচার, মধু ব্যবসা, শুটকি মাছ, বাশ-বেতের পন্য, সূর্যমুখী তৈল ইত্যাদি ব্যবসায়ীদের সাথে পরিবেশবান্ধব ব্যবসার প্রসার ও প্রচারনার বিষয়ে বিস্তার আলোচনা করা হয়।
প্রকল্প ম্যানেজার মো: হাসিবুর রহমান উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ব্যবসার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব ব্যবসার ভূমিকায় সকলকে এগিয়ে আসার আহ্বান যানান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.