উপকূলীয় শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারের বন্ধু মহল মার্কেটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০৫তম এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় ভার্চুয়ালি আউটলেটটির উদ্বোধন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।
এসময় শ্যামনগর শাখার ব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আজমল গফুর মুকুল, জেলা পরিষদের সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপকূলীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সাহেব রেজা, অর্থ সম্পাদক বিভাষ মন্ডল, এজেন্টের উদ্যোক্তা এস.এম ফিরোজ হোসেন ও রাজিব জোয়ারদারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ আউটলেটের মাধ্যমে এখন থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব ধরনের সেবা পাওয়া যাবে। এর ফলে মুন্সিগঞ্জ বাজারসহ আশপাশের ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেন আরও সহজ হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.