প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৬:৪৪ পি.এম
খুলনা আড়ংঘাটা থানা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদকের পিতার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছে উপকূলীয় প্রেসক্লাব
নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবের ক্যাশিয়ার মোজাম্মেল হক এর পিতা মাস্টার ছবেদুর রহমান গত (১৬ ই ডিসেম্বর ২৩) শনিবার বিকাল ৫.৩০ মিনিটে মৃত্যবরন করেছে মৃত্যকালে তার বয়স ৭০ বছর।
তার বসবাসের স্থান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রাম। ঐ গ্রামে মাস্টার ছবেদুর রহমানের মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি একজন শিক্ষক ও সমাজসেবক ছিলেন,
মৃত্যুর পরে তাহার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে বলে জানান সাংবাদিক মোজাম্মেল হক।
সাংবাদিক মোজাম্মেল হকের পিতার মৃত্যতে সাতক্ষীরা 'র উপকূলীয় প্রেসক্লাবের সকল সদস্যরা
গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫