শ্যামনগর প্রতিনিধি :মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স শ্যামনগর উপজেলা ক্লাইমেট অ্যাকশান গ্রুপের অর্ধবার্ষিক সভার আয়োজন করে।
রবিবার ১৭ ডিসেম্বর সকাল ১০টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরির সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স-এর ক্রিয়া প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুর রহমান, উপজেলা ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সভাপতি অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সাধারন সম্পাদক সম্পাদক মারুফ হোসেন (মিলন), সহসভাপতি চন্দ্রিকা ব্যানার্জী, অ্যাডভোকেট জি.এম. মনছুর রহমান, সহ সাংগাঠনিক সম্পাদক সুফিয়া আক্তার, লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী ও কৃষক নেতা শেখ সিরাজুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর নানান দাবিদাওয়া উত্থাপনে সহযোগিতা ও দুর্যোগে সক্রিয়ভাবে সাড়াদান এই কমিটির লক্ষ্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লিডার্স-এর ক্রিয়া প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুলতা সাহা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.