সংবাদ শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে মানুষ ঘরে থাকতে পারেনি মন্তব্য- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর বাগমারায় র‍্যাব-পুলিশের  যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার  রাজশাহী প্রেস ক্লাবে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন আশাশুনিতে জামায়াতের (২য় পর্বের) মাসিক রোকনসম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সামিউল আজম মনিরের সাথে সাতক্ষীরা শহর ছাত্র দলের সৌজন্য সাক্ষাৎ  শ্যামনগরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় সভা কক্সবাজারে শীর্ষ ৮ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার কালিগঞ্জে উপজেলা কৃষকদল সহ বিভিন্ন অংগ সংগঠনের দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে সীমান্তে হত্যা বন্ধ ও বিচারের দাবিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ শকুন মৃত প্রাণির মাংস খেয়ে বেঁচে থাকা একপ্রকার পাখি
শ্যামনগর গণমাধ্যম কর্মীদের সাথে এস এম আতাউর হক দোলনের মতবিনিময় সভা

শ্যামনগর গণমাধ্যম কর্মীদের সাথে এস এম আতাউর হক দোলনের মতবিনিময় সভা

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ (শ‌্যামনগর ও কালীগঞ্জ) আং‌শিক আসনে বাংলা‌দেশ আওয়া‌মী লী‌গের মনো‌নীত নৌকা প্রতিকের প্রার্থী প্রাক্তন উপজেলা চেয়ারম‌্যান এস এম আতাউল হক দোল‌ন সাংবা‌দিক‌দের সাথে এক মত‌বি‌নিময় সভা।

শুক্রবার ১৫ ই ডি‌সেম্বর সকাল ১০ টার সময় শ্যামনগর বঙ্গবন্ধু সুপার মার্কেটে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম শফিউল আযম লেনিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, অনলাইন রিপোর্টাস্ ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান আমজাত হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আব্রাহাম লিংকন, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালি সহ উপজেলার সকল গণমাধ্যমকর্মী।

এস এম আতাউর হক দোলন ব‌লেন, দ্বাদশ সংসদ নির্বাচ‌নে প্রধানম‌নন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা আমা‌কে দলীয় নৌকা মার্কা প্রতিক দি‌য়ে‌ছেন। শ‌্যামগ‌রের মানুষ আমা‌কে ভালবা‌সে। ইতিপূ‌র্বে উপ‌জেলা নির্বাচ‌নে জনগণ ভোট দি‌য়ে আমা‌কে চেয়ারম‌্যান নির্বাচন ক‌রে‌ছেন আশা ক‌রি দ্বাদশ সংসদ নির্বাচ‌নে আমা‌কে জয়ী কর‌বেন। নির্বাচ‌নে কোন প্রতিদ‌ন্দি প্রার্থী‌কে বাঁধা হিসা‌বে তি‌নি দেখ‌ছেন না। তৃনমূল বি এন পি প্রার্থী সা‌বেক সংসদ এইচ এম গোলাম রেজা সম্প‌র্কে এক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন তি‌নি কখ‌নো বিকল্প ধারা আবার কখ‌নো বি এন এফ কর‌ছেন। কিন্তু কোন জনগন তার সা‌থে নেই। গাবুরায় বর্তমান সরকা‌রের উন্নয়‌নের ধারাবা‌হিকতায় মেগাহ প্রক‌ল্পের বে‌ঁ‌ড়িবাধ হ‌চ্ছে। উপকূলীয় সকল ইউনিয়‌নেও টেকশঁই বে‌ড়িঁবাধ আমরা কর‌বো। সুন্দরবন‌কে আধু‌নিকায়‌নে সরকার পদ‌ক্ষেপ নি‌চ্ছেন। সুন্দরবন এলাকায় পর্যাটন বা‌ড়ি‌য়ে সরকার স্থানীয় দ‌রিদ্র জন‌গো‌ষ্ঠির জী‌বিকায়ন করার উদ্দোগ হা‌তে নি‌য়ে‌ছে। সাতক্ষীরা রেল লাইন, শ‌্যামনগর‌কে পৌরসভা ঘোষণা জন‌নেত্রী দেশরত্ন শেখ হা‌সিনার উন্নয়‌নের ধারা।

সাংবা‌দিকরা যে সব প্রশ্ন ক‌রেন, তা ছিল জলবায়ু ক্ষ‌তিগ্রস্ত উপকূলীয় দ‌রিদ্র মানু‌ষের জীবিকায়‌নে সংসদ সদ‌স্যে নির্বা‌চিত হ‌লে কি ভূ‌মিকা রাখ‌বেন? দ্বাদশ সংসদ নির্বাচ‌নে সাতক্ষীরা ৪ আসন প্রতি‌যো‌গিতাপূর্ন হ‌বে কিনা? নির্বাচ‌নে প্রধান বি‌রোধী হিসা‌বে কোন প্রার্থী‌কে দেখ‌ছেন? আপনার আস‌নে কোন ঝুঁ‌কিপুর্ন ভোট কেন্দ্র আপ‌নি দেখ‌ছেন কিনা? আপ‌নি সংসদ সদস‌্য নির্বা‌চিত হ‌লে সুন্দরবন সংরক্ষ‌নে কি কর‌বেন? শ‌্যামনগ‌রের উপকূলীয় এলাকায় বে‌ড়িবাঁধ সংস্কা‌রে কি কি ভাব‌ছেন? লবন পা‌নি দি‌য়ে মৎসচা‌ষের কার‌ণে ভূ‌মির পরি‌বেশ ও ভু‌মির ক্ষ‌তি হ‌চ্ছে তা প্রতি‌রো‌ধে কিছু কর‌বেন কিনা? সরকারী সহায়তা দলীয় ক‌র্মির মাধ‌্যমে বিতারণ কর‌বেন কিনা? স‌ঠিক বস্তু‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌ন কর‌তে যে‌য়ে ইতিপূ‌র্বে সাংবা‌দিক নির্যাতন ও সাংবা‌দ প্রতি‌নি‌ধির না‌মে মিথ‌্যা মামলা হ‌য়ে‌ছে আপ‌নি সংসদ সদস‌্য হ‌লে কোন পদ‌ক্ষেপ নি‌বেন কি? এসব প্রশ্নে‌র উত্তর দেন।

প্রশ্ন গু‌লো ক‌রে‌ছেন, সাংবা‌দিক হুমায়ন ক‌বির, সাংবা‌দিক আমজাদ হো‌সেন মিঠু, সাংবা‌দিক গাজী ইমরান, সাংবা‌দিক সা‌মিউল ইমাম আযম ম‌নির, সাংবা‌দিক পীযুষ বাউলিয়া পিন্টু সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের সদস্য শেখ আব্দুস সালাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড