প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ৬:৫২ পি.এম
উপজেলা নির্বাহী অফিসারের বিদায় মুহূর্তে গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের শ্যামনগর উপজেলার শেষ কর্ম দিবসে গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন করেছেন।
উপকূলীয় অঞ্চলের গরীব মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে
(১১ ডিসেম্বর ২০২৩ ) তারিখ সোমবার সকাল ১০টায় তার নিজ উদ্যোগে ফান্ড গঠন করেছেন বলে জানাযায়।
ফান্ড গঠনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,গত ৬ জানুয়ারি ২০২২ তারিখে শ্যামনগর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর থেকে আমি দেখে আসছি, অনেক অসহায় মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে স্কুল বা কলেজে ভর্তি হতে পারে না, তাদের যতটুকু পেরেছি আর্থিক ভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ আমার শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে শেষ কর্ম দিবসে এক লক্ষ্য টাকা দিয়ে প্রাথমিক ভাবে একটা ফান্ড গঠন করে দিয়েছি, আশাকরি এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে সমাজের সচেতন মহল এগিয়ে আসবেন।
এবিষয়ে শ্যামনগর সরকারি মহাসিন কলেজের অনার্স দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট টিমের দলনেতা আনিছুর রহমান মিলন বলেন নিঃসন্দে এটা ভালো কাজ এই মহতি উদ্যোগে অনেক গরিব অসহায় মেধাবী শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫