সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (শনিবার) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুনীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ফেষ্টুুন-বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক ঘোষনা শেষে মানববন্ধন ও পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন , ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুহুল কুদ্দুস, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুনীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, উপজেলা শাখার সদস্য যথাক্রমে মো. ফারুক শরীফ, মুক্তিযোদ্ধা শাহ্ জাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার,মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব, অর্থ বিষয়ক সম্পাদক সাগর তালুকদার রনি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গার্লস গাইড, স্কাউটস সদস্য, পি.কে.এস.এফ কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
Leave a Reply