প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৩, ৯:২৯ পি.এম
শ্যামনগর গাবুরা থেকে ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ
উপকূলীয় অঞ্চল, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে চার বস্তাভর্তি প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজার এলাকা থেকে এসব মাংস জব্দ করা হয়েছে বলে জানাযায়।
তবে, এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া বন টহলফাঁড়ীর কর্মীদের সাথে নিয়ে গাবুরার ৯নং সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় ভর্তি প্রায় ৬০ কেজি সদ্য জবাই করা হরিণের মাংস জব্দ করা হয়ছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি । এবিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি, এবং আসামী সনক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরো বলেন নিয়মিত বন টহল দেওয়া কালে গোপন সংবাদের ভিত্তিতে এ মাংস উদ্ধার করা সম্ভব হয়েছে।
:
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫