শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে শ্যামনগরে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক অবরোধ ও নাশকতা প্রতিরোধ দেখভালে বিজিবির সদস্যরা রাস্তায় টহল দিয়েছে। টহল কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আসাদুজ্জামান।
আচরণ বিধি লঙ্ঘন বা অবরোধ ও নাশকতা পরিস্থিতির অবনতি হলে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
এরই পরিপ্রেক্ষিতে ৩ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ টার সময় নির্বাচনী আচরন বিধিমালা প্রতিপালনে ২ প্লাটুন বিজিবির সদস্যদের সহযোগীতায় টহল চলমান রাখতে শ্যামনগর গুরুত্বপূর্ণ সড়কে মোহড়া দিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
এসময় তিনি নির্বাচনী বিধিমালা মেনে সকল রাজনৈতিক দলগুলোকে চলার জন্য নির্দেশনা প্রদান করে বলেন, কোন রাজনৈতিক দল যাতে অবরোধ ও নাশকতা করতে না পারে সেজন্য আমরা সর্বদা সজাগ আছি এবং বিজিবির সহযোগীতায় আমাদের এই টহল কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।
Leave a Reply