মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১০ টা সম্মেলন কক্ষে মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস,এম মতিউর রহমান।
সভা শুরুর প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন হাফেজ মো: রুহুল আমিন,
পবিত্র গীতা থেকে পাঠ করেন উৎপল জোয়ার্দার। ভারপ্রাপ্ত সভাপতি এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। মুন্সিগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা মুখরিত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাতক্ষীরা-৪ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।
বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা,
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আজম লেলিন।
এছাড়া শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুন্সিগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply