সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার একমাত্র কমিউনিটি মিডিয়া " রেডিও নলতা"। রেডিওর সংবাদ বিভাগকে আরও এগিয়ে নিগে শুক্রবার রেডিওর সভা কক্ষে রেডিও সংবাদ কর্মীদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম হোসাইন শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকুমার দাশ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ফারুক হোসেন, শাহীন আলম, মীর খায়রুল আলম , আবু সালেক। সবার শুরুতেই রেডিও নলতার যে ৪ জন কবি ও সঙ্গীত শিল্পী সন্তোষ বিশ্বাস, কবি সওদাগর নুরুল ইসলাম, কবি বাবর আলী সরদার, নাট্যকার ও অভিনেতা ঠাকুর দাস সরকারের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। সহকর্মীদের আত্মার শান্তি কামনা ও শোক প্রস্তাব নিয়ে নথিবদ্ধ করা হয়।
তারপর সভায় সভাপতি রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম হোসাইন শাহরিয়ার শুভেচ্ছা বক্তব্যে বলেন, রেডিও নলতা সম্প্রতি আধুনিক তথ্য প্রযুক্তিতে নতুন যন্ত্রাংশু সংযোজন করে নতুন মাত্রা এনেছে। বর্তমানে সংবাদ সহ অনুষ্ঠান উপস্থাপনের জন্য সংবাদকর্মীদের ভিডিও কন্টেন্ট তৈরীতে সক্ষম হতে হবে। এজন্য বিভিন্ন দিক নির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এলাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা সহ সাধারণ মানুষের কাছে গিয়ে রেডিও নলতার কার্যক্রম তুলে ধরতে হবে। পূর্বের ন্যায় সংবাদ পরিবেশন সহ সামগ্রিক কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এজন্য সংবাদ কর্মীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ দরকার। সভায় বিশেষ অতিথিবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় সংবাদ পরিবেশন ও উন্নয়ন সংবাদ প্রদানে সহজ পদ্ধতি বিষয়ক আলোচনা করেন। তারপর উন্মুক্ত পর্বে সংবাদিকবৃন্দ তাদের মতামত প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রেডিও নলতার সহকারী স্টেশন ম্যানেজার মামুন হোসেন, হেড অব দ্যা নিউজ রাশিদা আক্তার, অনুষ্ঠান প্রযোজক প্রতিমা রানী, হিসাব রক্ষক কাম বিপনন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান মিলন, নিরাপত্তা কর্মী মোঃ আমির আলীসহ অনন্য উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.