শ্যামনগরে দলিল লেখক ও নকল নবিশগণের কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে বুধবার( ২৯শে নভেম্বর) শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিসের হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর সাব- রেজিস্ট্রার জোবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সাব রেজিস্ট্রার ইমরুল হাসান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় রেজিস্ট্রেশন আইনের বিভিন্ন ধারা, স্ট্যাম্প শুল্ক ও রেজিস্ট্রেশন কাজের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন সাব- রেজিস্ট্রার ইমরুল হাসান ও জোবায়ের হোসেন।
এসময় উপস্থিতি ছিলেন অত্র অফিসের অফিস সহকারী ভীম চন্দ্র ঘোষ, মোহরার মহাসিন রেজা, ইকবল হোসেন, টিসি মোহরার তাপস কুমার, দলিল লেখক আশরাফুল হাসান, আলমগীর হায়দার, মিজানুর রহমান, মাসুদ হাসান, সুভাশিষ রায় চৌধুরী, আবুল কালাম আজাদ, মাহাবুবব রশীদ, শেখ সালাউদ্দীন, মাহাবুব আলম, রাজিব রায় চৌধুরী, গাজী কায়েস ও এস,কে সিরাজ, নকল নবীশ সামছুল হুদা, জগদীশ চন্দ্র, রাম প্রসাদ, বিধান মন্ডল, সুমন মন্ডল প্রমুখ।