সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে বেশ কিছু জেলেদের কোম্পানি রয়েছে তার মধ্যে এক জন রাম রাজত্ত কায়েম করে চলেছে,গাবুরা ডুমুরিয়া গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে
অয়ন (কোম্পানি)। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে সুন্দরবনের অভয়রন্য এলাকায় নৌকা চালানোর অভিযোগও রয়েছে
বলে জানাযায়। এছাড়াও তার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় মাছের ব্যবসা করেন শ্যামনগর পাতাখালী গ্রামের আবু সালে, গাবুরা ডুমুরিয়া গ্রামের অয়ন প্রতিনিয়ত আবু সালের নিকট গনে দুই হাজার করে টাকা দিতে হবে এমন দাবী করে।
টাকা দিতে অস্বীকার করলে(২৭ নভেম্বর ) সোমবার সকালে আবু সালে গাবুরা ডুমুরিয়া খেয়াঘাটে গেলে অয়ন মারপিট করতে থাকে,পাশে থাকা লোকজন এসে প্রথম পর্যায়ে অয়ন কে ধরে মারপিট বন্ধ করে। পর পরেই আবার ও অয়ন আবুসালে কে মারপিট করে, পাশে থাকা শফি মোল্লা সহ আরো কয়েক জন আবুসালে কে ছাড়িয়ে নাই বলে জানান স্থানীয়রা।
এঘটনার পরে আবুসালে শ্যামনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তার পরিবার।
আবুসালের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন অয়ন গাজী আমার কাছে চাঁদার টাকা চাইলে আমি দিতে অস্বীকার করায় আচমকা আমাকে এলপাতাড়ী ভাবে মারপিট করে। একপর্যায়ে আমার বুকে আঘাত করলে আমি মাটিতে পড়েযাই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আবুসালে আরো বলেন, আমাকে মারপিট করা সময়ে আমার কাছে থাকা জেলেদের দেওয়ার জন্য ৭২ হাজার টাকা অয়ন ছিনিয়ে নায়। এবিষয়ে অয়ন গাজীর কাছে জানতে চাইলে তিনি মারপিটের কথা স্বীকার করলে ও টাকা ছিনতায়ের কথা অস্বীকার করেন।
এবিষয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে আবুসালে বলেন আমি অসুস্থ থাকায় এখনো পযর্ন্ত অভিযোগ করা সম্ভব হয়নি। তবে পারিবারিক ভাবে অভিযোগের প্রস্ততি চলতেছে।
Leave a Reply