সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালতলা এলাকার মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন স্বামী- স্ত্রী দুই ভারতীয় নাগরিক।
শনিবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে।
নিহত দুই ভারতীয় নাগরিক হলেন, অসীম কুমার (৪৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস (৩৬) । তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। আহত প্রাইভেটকার চালক সজীব বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, খুলনা থেকে তারা প্রাইভেটকারযোগে সাতক্ষীরা অভিমুখে আসছিল। এ সময় সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাদের মধ্যে দু’জন নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুইজন ভারতীয় নাগরিক স্বামী ও স্ত্রী। তারা খুলনা মোংলা রেললাইন প্রকল্পে চাকরি করতেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাক চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.