শ্যামনগর প্রতিনিধিঃ
নিজেদের পরিবেশ নিজেরাই ক্ষতি করছি। নিয়ম না মেনে কৃষি জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি। মাটি ও পানির গুণাগুণ রক্ষা করতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিয়ম না মেনে ফসলের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যেয়ে বিশেষ করে কৃষকরা ক্যান্সারের মত মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ সব কথা গুলো বলছিলেন বক্তারা বুধবার (২২ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশ আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী যুব ও পরিবেশ বিষয়ক ডায়ালগ অনুষ্ঠানে । তারা আরও বলেন অত্যাধিক মাত্রায় ফসলের ক্ষেতে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে খাদ্য দ্রব্যের স্বাদ নষ্ট হচ্ছে, গর্ভবতী মায়েরা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে, সাধারণ মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।
বক্তারা রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব কৃষি চর্চার আহব্বান জানান। এছাড়া কৃষিতে যুবদের ভূমিকা রাখার জন্য এগিয়ে আসার কথা বলেন। একই সাথে সরকারি বেসরকারী উদ্যোগ গ্রহণের কথা বলেন।
ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। রিইবের পরিচালক সুরাইয়া বেগমের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাতড়াখোলা আরশাদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহা, সাংবাদিক রনজিৎ বর্মন, ইউপি সদস্য রেনুকা রানী, যুবনেতা বিপ্লব ঘোষ, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার মোঃ সেলিম , কৃষক সিরাজুল ইসলাম প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.