ভামিয়া সিসিআরসি সংগঠনের উদ্যোগে ২০ টি কৃষক পরিবারের মাঝে ব্রী ধান-৬৭ জাতের ধান বীজ বিতরন করেছে( ২২ নভেম্বর ২০২৩) তারিখ বিকাল তিনটায় সাতক্ষীরা জেলার ধান গবেষণা প্রতিষ্ঠান, ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও ভামিয়া সিসিআরসি সংগঠনের সার্বিকতত্ত্বাবধানে ২০ জন কৃষক পরিবারের মাঝে লবন সহনশীল জাতের ১০০ কেজি ব্রী ধান -৬৭ জাতের বীজ বিতরন করা হয়। বিতরণ কালীন সময় উপস্থিতি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সাতক্ষীরা ধান গবেষণা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিঃ আসিম কুমার বিশ্বাস,ইউ পি সদস্য মোঃ রবিউল ইসলাম, ভামিয়া সিসিআরসির সম্পাদক মোঃ জালাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাকিম , সহ সম্পাদক মোঃ সহর আলি সরদার, ইয়ুথ টিম লিডার মোঃ ইমাম হোসেন, সিসিডিবি সংস্থার জলবায়ু পরিবর্তন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাস, মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার ও মিঃ কংকন বৈরাগী
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.