কয়রা(খুলনা)প্রতিনিধি :
"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষ্যে কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার(১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সদর উদ্দীন আহমেদ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আছাদুল হক।
আলোচনা সভা শেষে টেকাব প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাজে সনদ বিতরণ ও ৬ জন যুব ও যুব মহিলাদের মাঝে ২ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.