কলমেঃ প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল,পাবনা)
কাল-কালান্তরে মিটবেনা সাধ আসতে ফিরে-
ছায়া ঘেরা পাখি ডাকা চিকনাই নদীর তীরে,
যেখানে বাঁশের ঝাড়ে হাজারও পাখির কলতান-
মুগ্ধ করে গুঞ্জরণে পথিক ও পর্যটকের মন প্রাণ!
যেখানে সভ্যতা'র বিমূর্ত বিচরণ লীলা খেলা-
ব্যস্ততা জাগায় প্রেমিক কবির মনে সাড়া বেলা,
প্রকৃতির ধ্যানে হয় অবরুদ্ধ ক্লান্ত পথিকেরা-
হয় যে মন কৃতজ্ঞ আনন্দে রপ্ত আত্মহারা!
এখানে বিলের বুকে ফোটে কত শাপলা শালুক-
মৌসুমী বায়ু প্রবাহে শীতল হয় যে কৃষকের বুক,
ব্যস্ত লোকের মুখে থাকে সদা মিষ্টি সুমধুর ভাষা,
যা শুনে মেটে হাজারও লোকের জ্ঞান পিপাসা।
এখানে তপ্ত প্রাণে আসেনা কভুও হিংসা বিদ্বেষ-
হয়না দল মতের টানে মানুষ কভুও কখনো নিঃশেষ,
ধণ ধ্যানে প্রাচুর্যে ঘর ভরা সুখী মন যে সকলের-
নেই তো দ্বিমত ধর্মে-কর্মে সমাজে কোন মানুষের!
প্রদত্ত হয় ভালোবাসা এখানে দীপ্ত মানবতায়-
সামাজিক কাজে সকলেই মিলেমিশে রয় একাত্মতায়,
ফিরে আসার সাধ জাগে এই জনপদে কাল-কালান্তরে-
মমতাময়ী মা প্রিয় পল্লী ভূমি চিকনাই নদীর তীরে......
(রচনাকালঃ ২২ সেপ্টেম্বর'২০০৬ ঈশায়ী,রাতঃ ১১:১২__১১:২৫, নজরুল ইসলাম ঈমন,
জামগড়া,আশুলিয়া,ঢাকা)
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.