মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।প্রোগ্রামটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সামাজিক প্রচার কর্মসূচি।অনুষ্ঠানে কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক ওয়ার্কশপ,লোকগীত গান ও উদ্বুদ্ধকরণ র্যালি বের করা হয়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের "সেপ" প্রকল্প ও আজগানা ইউনিয়ন পরিষদের আয়োজনেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেপ প্রজেক্টের মনিটরিং অফিসার মো. আখিরুজ্জামান খান ও সোস্যাল মার্কেটিং অফিসার রাফসান জানি,ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ প্রমূখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.