বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের সংলগ্নে খোলপেটুয়া নদিতে মিষ্টি মুখে ও দূর্গা মায়ের কপালে সিঁদুর দিয়ে বিজয়া দশমী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু সন্ধ্যা ৬টা পর্যন্ত দেবী দুর্গার বরনের মধ্যে দিয়ে,স্থানীয়দের আয়োজনে,হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতে সিমান্তবর্তী ইছামতী নদীর ভারত অংশের (টাকী) নাম অনুসরে খোলপেটুয়া নদীতে বাহারি সাজে সজ্জিত ইঞ্জিন চালিত ছোট-বড় নৌকায় দর্শনার্থীদের দেখা যায়।
শ্যামনগর উপজেলার হিন্দু সম্প্রদাযের পুরাণে বর্নিত আছে মহিষাসুর বধের কাহিনী অনুসারে টানা নয় দিনও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে মহিষাসুরকে বধ করেন মা দুর্গা,এই বিজয় লাভকেই বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয় এইদিনে পিতৃগৃহ ছেড়ে উমা এবার ফিরে যাবেন কৈলাশে তাঁর স্বামী মহাদেবের কাছে।
এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউর হক দোলন, উপজেলার ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান (সাঈদ), শ্যামনগর থানার কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, শ্যামনগর ডি,জি,এফ,আই আল-মামুন, বুড়িগোয়ালিনী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আহসান হাবীব, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ভবতোষ কুমার মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য ডালিম ঘরামী,বুড়িগোয়ালিনী প্যানেল চেয়ারম্যান জি, এম, আব্দুর রউফ,ই,উ,পি সদস্য বিকাশ মন্ডল, সপন কুমার বিশ্বাসসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও উপকূলীয় প্রেসক্লাবের সদস্য সকল সাংবাদিক গণ।
বুড়িগোয়ালিনী, গাবুরা, নওয়াবেঁকী, আঠুলিয়া, পদ্মপুকুর (পাতাখালী),কাঁমালকাটী সহ কয়েকটি এলাকার ঠাকুর নিয়ে মিলিত হয়। খোলপেটুয়া নদীতে সাতপাকের মধ্য দিয়ে শুরু হয়ে ইঞ্জিন চালিত নৌকায় পরিক্রমার পালা শেষ করে সূর্যাস্তের আগেই বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় বিজয়া দশমী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.