পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
মহা নবমীতে শ্যামনগর উপজেলা চত্বর থেকে বাংলাদেশ হিন্দু পরিষদ ও মহা রাজা প্রতাপাদিত্যের স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে পূজা পরিক্রমার বর্ণালী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা সহ শ্যামনগরের প্রায় ২০ টি পূজা মন্ডপে পরিদর্শন করে বক্তব্য রাখেন মহারাজা প্রতাপাদিত্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চিড়িয়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জয়দেব বিশ্বাস, মহারাজা প্রতাপাদিত্যের স্মৃতি রক্ষা পরিষদ, শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি আতরজান মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সমীর রঞ্জন গায়েন,
বাংলাদেশ হিন্দু পরিষদের উপজেলা শাখার যগ্ম আহবায়ক পীযূষ বাউলিয়া পিন্টু, হিন্দু বিবাহ রেজিঃ সুজন কুমার দাশ, শ্রীনিবাস দাস সাতক্ষীরা জেলা হিন্দু যুব পরিষদ কমিটির সদস্য সচীব মনোদীপ কুমার মন্ডল, গহরআলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত মন্ডল, মহারাজ প্রতাপাদিত্যের স্মৃতি রক্ষা পরিষদ এর সম্পাদক শিক্ষক সন্দীপ কুমার গায়েন উপজেলা হিন্দু পরিষদের নেতৃবৃন্দ সহ মহারাজা প্রতাপাদিত্যের স্মৃতিরক্ষা পরিষদের সদস্যরা বৃন্দ। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অসিত নারায়ণ কয়াল, জেলা হিন্দু যুব পরিষদ যুগ্ম আহবায়ক তপন মন্ডল প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.