কৈখালী প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তবর্তী কৈখালী এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্য করা সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালীর পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করেছে।
কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন মোঃ মুনতাসির ইবনে মহাসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালীর পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা। অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ তাদের দাড়াঁনোর সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।পরবর্তীতে উদ্ধারকৃত ভারতীয় মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply