পিযুষ বাউলিয়া পিন্টু আড়পাংগাশিয়া থেকেঃ
আজ রবিবার (২২ অক্টোবর)
মহাঅষ্টমী পূজায় আড়পংগাশিয়া পূজা মন্ডপ পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ বক্তব্য রাখেন। বিধান কুমার জোয়াদ্দার(বাপী) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জি,এম আব্দুর রউফ, ইউপি সদস্য মুকুন্দ পাইক, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানের সফর সঙ্গী গণ।
বক্তব্যে ভাইস চেয়ারম্যান বলেন সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশ এখানে সকল শ্রেনির মানুষ শারদীয় উৎসবের আমেজে জেগে উঠেছে।
এখানে সম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক জানিয়ে পূজা মন্ডপের সকল দর্শনার্থীদের শুভেচ্ছা শুভকামনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.