কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ আল বেলাল বিল্লু, র ২৮ তম জন্মদিন পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২১ আক্টোবর) দিন ব্যপাী সদর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে উপজেলার কপোতাক্ষ কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও দুস্থ, অসহায়, পথচারীদের মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা জিএম দেলোয়ার হোসেন,সোহাগ, আরাফাত,
কপোতাক্ষ কলেজ ছাত্রলীগের ইমন, সম্রাট,সোহাগ,মেজবাহ,নাঈম, মুজাহিদ।
কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আশরাফ, সালাউদ্দিন,মুন্না, সাকিব,আকাশ,শাহা-আলম,
মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের শাহরিয়ার বাদল, তানভীর, আরাফাত,বিপ্লব,সাগর,নাহিদ প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.