সংবাদ শিরোনামঃ
শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ  কালিগঞ্জের বিষ্ণুপুর সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কয়রায় সুন্দরবনের ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১ সাতক্ষীরা উপকূলে শীত জেগে বসেছে, নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে অভিযোগ স্থানীয়দের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নি*হ*ত ৪ শ্যামনগর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির নতুন কমিটি গঠন কালিগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  আজকের মত শীত কি পুরো মাস জুড়েই থাকবে যা জানালো আবহাওয়া অফিস
দেবহাটায় ২৪৩০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান

দেবহাটায় ২৪৩০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে সার ও বীজ বিতরণ হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মুক্তমঞ্চে কৃৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজেন এ প্রণোদনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর। সম্মানিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ। উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা সীমান্ত কুমারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় উপজেলার ২৪৩০জন কৃষকের মাঝে ৪৪৪০ কেজি গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারীর বীজ এবং ২০৭০০ কেজি পিএপি ও ২৪২৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

দেবহাটায় বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাল্য বিবাহ, জোরপূর্বক বিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল। ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এসসিএফ মোরাদুল হক, এসএফ রাকিব হাসান ও ইরানী আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, শিক্ষক -শিক্ষার্থী, ম্যারেজ রেজিস্ট্রার, পুরোহিত, এনজিও কর্মী ও গ্রামিপুলিশ বৃন্দ।

দেবহাটায় কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিআরডিবি’র বাস্তবায়নে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কিশোরীদের বাল্য বিবাহ, বয়ঃসন্ধি কালের পরিচিতি, ইভটিজিং, কুসংস্কার ও সঞ্চয়ী মনোভাব তৈরীসহ প্রভৃতি সচেতনতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ প্রদান হয়।
অনুষ্ঠানে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা কহিনূর আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন।
উল্লেখ্য, প্র্রশিক্ষনে কিশোরীদের বাল্য বিবাহরোধে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ ভবিষ্যত সঞ্চয়মুখী করতে প্রতি মাসে ৫০ টাকা হারে মোট ২০০ টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয়। যা সরকার জমাকৃত সঞ্চয়ের দ্বিগুন প্রনোদনা দেয়। তবে, এর পূর্ব শর্ত হল ১৮ বছরের পূর্বে বিবাহ করা যাবেনা। পরে কিশোরী সংঘের সদস্যদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

দেবহাটায় স্যানিটারী প্যাড তৈরী প্রশিক্ষার্থীদের সেলাই মেশিন প্রদান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্থানীয় পর্যায়ে স্যানিটারী প্যাড তৈরী প্রশিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় এ সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে সেলাই মেশিন প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু ইমরান, এসসিএফ মোরাদুল হক, এসএফ রাকিব হাসান ও ইরানী সহ সুবিধাভোগীরা।
এসময় স্থানীয় পর্যায়ে স্যানিটারী প্যাড তৈরীর মাধ্যমে নারীদের খরচ কমিয়ে, নিরাপদ ব্যবস্থা গ্রহনে এ উদ্যোগ গ্রহন করা হয়। এদিকে, উপজেলা নির্বাহী অফিসার এ উদ্যোগের স্বাধুবাদ জানান এবং স্যানিটারী প্যাড তৈরী প্রশিক্ষার্থীদের নিকট স্যানিটারী প্যাড তৈরীর অর্ডার প্রদান করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড