শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক জি এম মেহেদী হাসান মারুফ এর সভাপতিত্বে সদস্য সচিব বিকাশ ঘোষ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক, শেখ সাগর হোসেন, শাহারিয়ার রহমান সোহান, মধুসূদন মন্ডল, উপজেলা কমিটির সদস্য আজিজুল হক রাজু, রজিনা খাতুন, কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেহেদী হাসান মারুফ বলেন, নিষ্পাপ শিশু রাসেল কে তাঁরা হত্যা করেছে, তার আত্মার শান্তি কামনা করেন এবং দেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়ন সফলতা অর্জন ধরে রাখতে আবারও নৌকায় ভোট চাওয়ার জন্য গ্রাম থেকে গ্রামে কাজ করা আহ্বান করে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.