প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৯:৪৪ এ.এম
বুড়িগোয়ালিনী বাগে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার ১২জন মহিলা শিক্ষার্থী আজ কুরআনুল কারিম এর নতুন সবক নিলেন
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বাগে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসা আজ এক বছর এক মাস একদিন পূর্ণ হল।
বুধবার সকালে মাদ্রাসার ১২ জন মহিলা শিক্ষার্থীর হাতে পবিত্র আল-কুরআন উঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হাফেজ মোঃ রেজাউল করিম। তিনি আরো বলেন,
মাদ্রাসা টি এক বছরে অনেক সুনাম অর্জন করেছে।
অত্র এলাকাবাসী তাদের সন্তানদের কে দিনে শিক্ষার জন্য অত্র মাদ্রাসায় পড়তে দিতে পেরে খুবই গর্ভিত। মহিলা মাদ্রাসা টিতে মোট ছাত্রী সংখ্যা ৪৬ জন। মাদ্রাসা টি পরিচালনা হিসেবে শিক্ষক ও শিক্ষিকা আছে পাঁচ জন। শিক্ষক হাফেজ ইব্রাহিম খলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত মহিলা মাদ্রাসাটিতে কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি শিক্ষা ও প্রদান করা হয়।
মাদ্রাসাটি থেকে শিক্ষা নিয়ে দিনে এলেম ছড়িয়ে দিবেন দেশ বিদেশের সর্ব স্থানে এমনটি প্রত্যাশা করেন এলাকাবাসী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫